সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল পেল নতুন এ্যাম্বুলেন্স

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০

সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল পেল নতুন এ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক :;
করোনা মহামারীর শুরু হওয়ার সাথে সাথে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালটি কোভিড-১৯ হাসপাতাল হিসাবে ব্যবহার হয়ে আসছে। করোনা সংক্রমিত সিলেট বিভাগের পুলিশের সকল ইউনিটের সদস্যরা এখানে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, পূর্বে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স ব্যবহৃত হতো। বর্তমানে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশের আইজিপি বেনজীর আহমেদের নির্দেশে হাসপাতালটিতে নতুন আরেকটি এ্যাম্বুলেন্স সংযোজিত হয়েছে। এছাড়া ইতোমধ্যে এ হাসপাতাল থেকে ১৭০ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ১২২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। বর্তমানে ৪৮ জন পুলিশ সদস্য এই হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম জানান- ‘আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার সিলেট স্যার এর সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালটি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। নতুন এ্যাম্বুলেন্স সংযোজন হওয়ার ফলে রোগী পরিবহনে সুবিধা বাড়লো। আমি সিলেট জেলার পুলিশ সুপার, এসএমপি কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি এবং আইজিপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম জানান- ‘করোনা পরিস্থিতিতে আইজিপি মহোদয় সার্বক্ষণিক আমাদের খোঁজখবর রাখছেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে সিলেট বিভাগীয় হাসপাতালের জন্য নতুন এ্যাম্বুলেন্স পাওয়ায় ফলে দূর থেকে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। সেই সাথে আমাদের পুলিশ সদস্যরা নতুন উদ্যোমে কাজ করার সাহস পাবে। আমি সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের আইজিপি স্যারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’