সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
শাবি প্রতিনিধি: বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ উদ্যোগে আয়োজন করতে যাচ্ছে “বন্যার্তদের আর্তনাদঃ প্রতিস্পন্দনে আমরা”।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশবাসী করোনা ভাইরাস মহামারীর করালগ্রাসে আতঙ্কগ্রস্ত। অনাহারে দিন কাটাচ্ছে হাজারো মানুষ। এতে ধৈর্য্যের বাঁধ যেন ভাঙ্গতে চলেছে। এর মধ্যেই নতুন আতঙ্ক হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে বন্যা, যার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে আরো দুর্বিষহ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের মতে, দেশের বিভিন্ন নদ–নদীর ১০২টি পয়েন্টের মধ্যে ৭৮টির পানি বাড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের অন্তত পাঁচটি নদীর পানি পাশের জেলাগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৮টি জেলায় আগামী দুই সপ্তাহ বন্যার পানি থাকার আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বন্যার এই পরিস্থিতিতে জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, সুনামগঞ্জ ও বগুড়াসহ আরো বেশ কিছু জেলায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। তাছাড়া এখন দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এই অসহনীয় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ।
এমতাবস্থায় তাদের পাশে দাঁড়াতে KIN আয়োজন করছে “বন্যার্তদের আর্তনাদঃ প্রতিস্পন্দনে আমরা”। দুর্যোগকালীল এ পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার আহবান জানিয়েছে সংগঠনটি।
অনুদান পাঠানোর ঠিকানাঃ
বিকাশ (পারসোনাল) : 01760124707
রকেট (পারসোনাল) : 01993567155-2
DBBL (A/C) : AROVIN AL NAYEM, A/C No: 2011050012175, Ambarkhana branch, Sylhet
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি