শ্বশুরের শেষকৃত্যে অংশ নেয়ায় চাকরি হারানোর শঙ্কায় উইন্ডিজ কোচ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০

শ্বশুরের শেষকৃত্যে অংশ নেয়ায় চাকরি হারানোর শঙ্কায় উইন্ডিজ কোচ

খেলা ডেস্ক :: মহামারী করোনাভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ইংল্যান্ড সফরে গেছে। সফরে গিয়ে ইংল্যান্ডের টিম হোটেলের ‘জীবাণুমুক্ত’ পরিবেশ থেকে বেরিয়ে শ্বশুরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন উইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স।

আর এ কারণেই তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে দেশের ক্রিকেট বোর্ডকে একটি ই-মেইল পাঠিয়েছেন বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কনডে রিলে। তার মতে এই মহামারী করোনার মধ্যে শ্বশুরের শেষকৃত্যে গিয়ে সফরে থাকা ক্রিকেটারদের জীবন ঝুঁকিতে ফেলেছেন কোচ।

এ ব্যাপারে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি স্কেরিট বুধবার কনফারেন্স কলে জানান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অনুরাগীদের আমি আশ্বস্ত করতে চাই, ফিল সিমন্সের প্রতি এখনও বোর্ডের পূর্ণ সমর্থন আছে। কে কী বলছে, সেটা কোনো বিষয় নয়। ওই চিঠির জন্য ফিলের চাকরি কোনোভাবেই হুমকিতে নেই।

গত শুক্রবার ওই শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ফিল সিমন্স। সেখান থেকে ফিরে হোটেল কক্ষেই আইসোলেশনে রয়েছেন তিনি। অনুমতি নিয়েই তিনি শেষকৃত্যে অংশ নিয়েছিলেন বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ৮ জুলাই সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল।