দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১৬১৫

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১৬১৫

 

অনলাইন ডেস্ক :: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২৩ জনে।

বুধবার বিকালে কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এ সময়ে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শনাক্ত হয়েছে এক হাজার ৬১৫ জন।

দেশে মোট করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৪২ হাজার ৬৭১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা সংক্রমণের পর নতুন করে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৩৭৫ জন। তাদের নিয়ে মোট সেরে উঠেছেন দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ আগস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ