ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতার অপপ্রচার, থানায় অভিযোগ

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতার অপপ্রচার, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কট‚ক্তি ও বানোয়াট মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক যুবলীগ নেতা। রোববার রাতে সিলেট জেলা ছাত্রদল নেতা সুমন আহমদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় এই অভিযোগ দায়ের করেন উছমানপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাজী মিছবাহ। অভিযোগটি তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন থেকে সিলেট জেলা ছাত্রদল নেতা সুমন আহমদ বিভিন্ন সময়ে সরকার বিরোধী কার্মকাণ্ড অংশগ্রহণসহ তার নিজের ফেইসবুক আইডির (Sumon Ahmed) মাধ্যমে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং ছাত্রলীগকে নিয়ে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য উপস্থাপন করে স্ট্যাটাস দিয়ে আসছে। সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ করার জন্য এবং জনমনে বিভ্রান্তী ছাড়ানোর লক্ষ্যে প্রতিনিয়ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোষ্ট করেছে এবং আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা পায় করছে ওই ছাত্রদল নেতা। এরই অংশ হিসেবে, গত ১লা জুলাই সুমন আহমদ তার আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ দেশ ও সরকার বিরোধী একটি স্ট্যাটাস দেন। যাহা শতভাগ মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন। ওই ছাত্রদল নেতা বিগত সময়েও রাষ্ট্র, সরকার ও সমাজ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত ছিলো বলে থানায় দায়েরকৃত অভিযোগে যুবলীগ নেতা কাজী মিছবাহ উল্লেখ করেন, ছাত্রদল ক্যাডার সুমন আহমদের বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, দক্ষিণসুরমা, কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, পুলিশ এ্যাসল্ট মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জানান, রোববার রাতে একটি অভিযোগ (নাম্বার-২৩০) পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।