সিলেটে নিষ্পত্তি হওয়া ১০১ মামলার আলামত ধ্বংস

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

সিলেটে নিষ্পত্তি হওয়া ১০১ মামলার আলামত ধ্বংস

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আদালতে নিষ্পত্তি হওয়া ১০১টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এসব আলামত ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নীলা। জেলা প্রশাসক চত্বরের পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে এগুলো ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে রয়েছে, ৬৮ বোতল ফেন্সিডিল, ৪১৮.০৯ লিটার চোলাই মদ, ১৯০ পুরিয়া হেরোইন, ৪৫৭ পিস ইয়াবা, ১০ বোতল ভারতীয় মদ, ১৩৫ কেজি ১২০ পুরিয়া গাঁজা। এসময় কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাশেমসহ মালখানায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।