মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী হলেন মিছবাউর রহমান

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী হলেন মিছবাউর রহমান

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন বলে দলীয় সূত্র জানায়।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমানকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীরা পোষ্ট দেয়া শুরু করেছেন। আগামী ২০ অক্টোবরের(মঙ্গলবার) উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মৌলভীবাজার জেলা পরিষদের সকল ভোটারবৃন্দকে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য দেশের ৩টি জেলা পরিষদ, ৯টি উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ১৬ সেপ্টেম্বর থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন বিতরণ ও জমা নেয় দলটি। আজ সোমবার মনোনয়ন বোর্ডের সভায় চুড়ান্ত সিদ্ধান্ত জানা হয় বলে দলীয় সূত্র জানায়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ