সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যেমন দ্বন্দ্ব ও প্রতিযোগিতা লেগেই থাকে, তেমনই মেসি-রোনাল্ডোকে নিয়েও চলে সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, মানসিক দ্বন্দ্ব।
সময়ের সেরা ফুটবলার কে? মেসি না রোনাল্ডো? এ নিয়ে তর্কযুদ্ধ। শুরু হয় সময়ের এই দুই সেরা ফুটবলারের ব্যক্তিগত অর্জন নিয়ে তুলনামূলক আলোচনা।
গোল সংখ্যা, এসিস্ট সংখ্যা, ব্যালন ডিঅর, বর্ষসেরা খেতাব এসব পরিসংখ্যান উঠে আসে তখন।
এমনই পরিসংখ্যানে দেখা গেল, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি রেকর্ডকে কোনোভাবেই পেছনে ফেলতে পারবেন না তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
সেটি হলো- রোনাল্ডোই ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি তিন দেশের তিন লিগে ৫০ কিংবা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন।
গত সোমবার ল্যাজিওর বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ডে নাম লেখান সিআর সেভেন। ওই দুই গোলের সঙ্গে ইতালিয়ান সিরিআতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি।
সিরিআ লিগে এই ৫০ গোলের আগে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৫০ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড গড়েছেন রোনাল্ডো।
পরিসংখ্যান বলছে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর হয়ে ১৯৬ ম্যাচ খেলে রোনাল্ডো গোল করেছেন ৮৪টি। রিয়াল মাদ্রিদের হয়ে ৯২ ম্যাচ খেলে করেছেন ৩১১ গোল এবং জুভেন্টাসের জার্সিতে ৬১ ম্যাচ খেলেই করেছেন ৫১ গোল।
আর পুরো ক্লাব ক্যারিয়ারে ৮৪৮ ম্যাচ খেলে রোনালদোর গোল সংখ্যা ৬৩৫টি।
এ পর্যন্ত মোট গোল সংখ্যার কথা বিবেচনা না আনলে রোনাল্ডোর তিন দেশের লিগে খেলে গোলের রেকর্ডটি স্পর্শ করা অসম্ভব বার্সা অধিনায়ক লিওনেল মেসির।
কারণ মেসি সারাজীবন খেলেছেন কেবল বার্সেলোনার হয়ে। এখনও রয়েছেন সেই ক্লাবে। বার্সার হয়ে স্প্যানিশ লা লিগায় মেসি খেলেছেন ৪৮৫ ম্যাচ। গোল করেছেন ৪৪৪টি।
তথ্যসূত্র: গোল ডট কম
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি