নকল মাস্ক: ‘অপরাজিতা’র শারমিনের বিরুদ্ধে বিএসএমএমইউয়ের মামলা

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

নকল মাস্ক: ‘অপরাজিতা’র শারমিনের বিরুদ্ধে বিএসএমএমইউয়ের মামলা

সিল-নিউজ-বিডি ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলাটি করেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিএসএমএমইউ হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহ করে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি দেশি প্রতিষ্ঠান।

এ বিষয়ে বিএসএমএমইউয়ের বক্তব্য হচ্ছে– অপরাজিতা ইন্টারন্যাশনাল চীনের ‘থ্রিএম কোম্পানি’র লোগো বসিয়ে এসব মাস্ক সরবরাহ করে।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, বৃহস্পতিবার শাহবাগ থানায় আমরা অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছি। শর্ত অনুযায়ী তাদের যে মাস্ক ও গ্লাভস সরবরাহের কথা ছিল সেগুলো তারা দেয়নি।

অপরাজিতার সঙ্গে বিএসএমএমইউয়ের চুক্তি অটোমেটিক বাতিল হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরিপ্রেক্ষিতে গত বুধবার তার উত্তর দিয়েছেন অপরাজিতা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। তিনি বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন।