ভারতীয় হাই কমিশনারের সাথে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

ভারতীয় হাই কমিশনারের সাথে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক :: ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী’র সাথে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শনিবার দুপুর আড়াইটায় সিলেটের একটি অভিজাত হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীকে ধন্যবাদ জানান।

তিনি দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার টি. জি. রমেশ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি হাসিন আহমদ প্রমুখ।