সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকের দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারে গরু-ছাগলের অবৈধ হাট বসানো হয়েছে। এ পশুর হাট উচ্ছেদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। কোরবানীর ঈদ উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা এ পশুর হাট নিয়ন্ত্রন করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। মাদ্রাসা ও মসজিদের নামে তারা পশুর হাট বসিয়েছে বলে জানা গেছে।
তবে একটি পক্ষ এতে ভিন্নমত পোষণ করেছেন। এ পশুর হাটে কয়েকদিন ধরে পশু কেনা-বেচা ও টোল আদায় করা হচ্ছে। কোনো প্রকার ইজারা ছাড়াই বাজারে পশুর হাট পরিচালিত হচ্ছে। এখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। বুরাইয়া বাজারে অবৈধ পশুর হাট বসানোর ফলে আশপাশের বৈধ পশুর হাটে এর নেতিবাচক প্রভাব পড়েছে। ।উচ্চ মূল্যে ইজারা গ্রহন করা উপজেলার জাউয়াবাজার, জগ্ননাথপুর পুর উপজেলার রসূলগঞ্জ বাজারসহ অন্যান্য পশুর হাট ইজারা গ্রহনকারী ব্যবসায়ীরা অবৈধ পশুর হাটের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ইজারা গ্রহনের মাধ্যমে বুরাইয়া বাজারে কোরবানীর বৈধ পশুর হাট বসানো হয়। চলতি বছরে সরকারিভাবে এখানে পশুর হাট বসানোর কোন অনুমোদন দেয়া হয়নি। কিন্তু সরকারি কোন অনুমোদন না থাকলেও এখানে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসিয়ে পশু কেনা-বেচা চলছে। প্রায় এক সপ্তাহ ধরে বুরাইয়া বাজারে পশুর হাট বসানো হয়েছে বলে স্থানীয়রা জানান।
বুরাইয়া বাজারে অবৈধভাবে পশুর হাট বসানোর ফলে প্রভাব পড়েছে বৈধ ইজারা নেয়া জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার পশুরহাটে। রসুলগঞ্জ বাজার পশুর হাটের ইজারাদার এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বুরাইয়া বাজারের পশুর হাট উচ্ছেদের নির্দেশনাও রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বুরাইয়া বাজারের পশুর হাট উচ্ছেদে অভিযান চালান সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। শুক্রবারও যাতে এখানে পশুর হাট না বসে সে জন্য মাইকিং করা হয়েছে বাজারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইকিং করে এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি