মেয়র আরিফের রোগমুক্তি কামনায় সিলেট সদর ও মহানগর সেলুন মালিক সমবায় সমিতির প্রার্থনা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

মেয়র আরিফের রোগমুক্তি কামনায় সিলেট সদর ও মহানগর সেলুন মালিক সমবায় সমিতির প্রার্থনা

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় সিলেট সদর ও মহানগর সেলুন মালিক সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও প্রার্থনা করা হয়।

মঙ্গলবার সমিতির নেতৃবৃন্দ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দোয়া ও প্রার্থনা জানান।

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক সমবায় সমিতির সভাপতি নান্টু চন্দ, সাধারণ সম্পাদক নির্মল চন্দ, সহ সাধারণ সম্পাদক জ্যোতিশ চন্দ, সাংগঠনিক সম্পাদক বিশু শীল, অর্থ সম্পাদক রাশেদ মিয়াসহ নেতৃবৃন্দ তার রোগমুক্তি কামনা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মেয়র আরিফ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার জন্য দেন। এরপর রাতেই পজেটিবের বিষয়টি তাদের নিশ্চিত করা হয়।