ফেইসবুকে পলাশকে নিয়ে অপ-প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাইঘাট উপজেলা আ’ লীগ

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

ফেইসবুকে পলাশকে নিয়ে অপ-প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাইঘাট উপজেলা আ’ লীগ

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ মস্তাক আহমদ পলাশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ফেইক আইডি হতে গুটি কয়েক লোকজন যে, অপ-প্রচার চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ কানাইঘাট আওয়ামী লীগের তৃর্ণমুল পর্যায়ের এক জনপ্রিয় নেতা ও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এক নিবেদিত কর্মী। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনেও নিবিড় ভাবে জড়িত। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করে আজ এ পর্যন্ত এসে পৌছেছেন। এমনকি ছাত্র জীবনে তিনি বিভিন্ন পদের পাশাপাশি সিলেট-ল কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এরপর সাতঁবাক ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কানাইঘাট উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন এবং বাংলাদেশ ইউপি চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবে মনোণীত হয়েছেন। পাশাপাশি জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়, রহিমিয়া আলিম মাদ্রাসা ও কানাইঘাট মহিলা কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব অত্যান্ত সুনামের সাথে পালন করে যাচ্ছেন। গত করোনাকালীন সময়ে আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলার অসহায় মানুষদের মাঝে কয়েক লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে দলের মুখ উজ্জ্বল করেছেন। এছাড়াও বিভিন্ন বন্যার সময়ে কানাইঘাটের নি¤œ অঞ্চল সহ ক্ষতিগ্রস্থ এলাকার বানবাসীদের মাঝে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন অনুদান প্রদান করছেন। তার এমন দক্ষ নেতৃত্বে একটি দুষ্ট চক্র হিংসায় বশিভুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে নানা অপ-প্রচার চালাচ্ছে। যাহা সম্পুর্ণ ডাহা মিথ্যা বানোটয়াট ছাড়া কিছু নয়, এমনটাই প্রেস বিজ্ঞপ্তীতে উল্লেখ করে তারা এসব অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ