লন্ডনে ১ম বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন : জয় ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

লন্ডনে ১ম বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন : জয় ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের বাইরে লন্ডনে প্রথমবারের মত অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ইউনাইটেড ফুটবল ক্লাবের উদ্যোগে ৬ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফিল্ড মাঠে প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলায় স্টেপনি এফসি কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জয় ফুটবল ক্লাব। লন্ডনসহ বভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খান। সাধারণ সম্পাদক এম এ সালাম পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অধিনায়ক জামাল খান, ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিম।
ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ।
রার্নাসআপ স্টেপনী এফ সি মাঠে পুরস্কার বিতরন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল হক, বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী এ এস এম জাহিদুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, তাকে সহযোগিতা করেন আব্দুল বাছির ও আব্দুল সালাম।
এসময় উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সেক্রেটারি আমিনুল হক জিল্লু, সপ্তাহিক জনমতের সহ সম্পাদক মুসলেহ উদ্দিন, লন্ডন বাংলা ডট কমের ব্যাবস্থাপনা সম্পাদক মো: আব্দুল মুনিম জাহিদী ক্যারল, গোলাপগজ্ঞ এডুকেশন ট্রাস্ট এর সহ সভাপতি মো: দিলোয়ার হোসেন, মিছবাহ মাছুম ফাউন্ডেশনের সভাপতি মিছবাহ মাছুম, লুতফা-মতিন ফাউন্ডেশনের সহ সভাপতি মাসুদ আহমেদ,
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, উপপ্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, লন্ডন মহান নগর আওয়ামীলীগের সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, তাতী লীগ এর যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সহ সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম, সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, সাবেক কাউন্সিলার শহীদ আলী, আহমদ ফখর কামাল,

ইউনাইটেড ক্লাবের সহ অধিনায়ক সৈয়দ জামিল, সৈয়দ তারেক মইনুল হক, সোহেল আহমদ, আব্দুল লতিফ, আঙ্গুর আলী, তাহের কামালী, কামরুল ইসলাম, আসাদ উদ্দিন, সুলতান মাহমুদ, আব্দুল আহাদ, আল আমিন, রুবেল আহমদ, রাসেল আহমদ।
খেলায় অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে ইউনাইটেড ফুটবল ক্লাব, কিউবিট টাউন ফুটবল ক্লাব, টিম নিসচা, বিয়ানীবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাব, জয় এফসি ইউকে, গোল্ডেন লায়ন, ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব, স্টেপনী গ্রীন ফ্রেন্ডস ক্লাব। টুর্নামেন্ট সফল করায় সকলের প্রতি কতৃজ্ঞতা জানিয়েছে ইউনাইটেড ফুটবল ক্লাব কর্তৃপক্ষ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ