তাসকিনের স্বস্তি

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

তাসকিনের স্বস্তি

স্পোর্টস ডেস্ক :;
করোনা মহামারীর শুরু থেকেই অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছিলেন তিনি। এরপর নিজের বাড়ির ভাড়াটিয়াদের কথা মাথায় রেখে এক মাসের ভাড়াও মওকুফ করেছিলেন ডান-হাতি পেসার তাসকিন আহমেদ।

লকডাউন উঠে যাওয়ার পর বাড়ির পাশে খোলা মাঠে দৌড়ে ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেছেন। আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন তিনি। মাঠে ফিরতে পারায় স্বস্তি ফিরেছে তাসকিনের।

ক্রিকেটারদের কাছে মিরপুর যেন দ্বিতীয় বাড়ি। সেই সেকেন্ড হোমে আসতে না পেরে এতদিন ছটফট করছিলেন সবাই। এরই মধ্যে মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান রানা মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন।

বুধবার চতুর্থদিনেও বৃষ্টির মধ্যে অনুশীলন করেছেন মেহেদী হাসান। অন্যদিকে মাঠে ফেরার আগেই উচ্ছ্বসিত তাসকিন। কাল তিনি বলেন, ‘এটা অনেক স্বস্তির বিষয়। মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থাকার শান্তিই অন্যরকম। এটা আমাদের ক্রিকেটের সব থেকে ভালো জায়গা। আমি যখন খেলা শুরু করেছিলাম, তখন থেকেই স্বপ্ন ছিল মিরপুর স্টেডিয়ামে খেলার, স্টেডিয়ামে ঢোকার। যদিও একত্রিত হয়ে সবাই অনুশীলন করতে পারব না।

তবু স্বস্তি যে অন্তত নিজেদের ঘরে যেতে পারব- এমন অনুভূতি হচ্ছে।’ রোববার থেকে হোম অব ক্রিকেট মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন কয়েকজন ক্রিকেটার। এছাড়া দেশের আরও তিন ভেন্যু সিলেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন করছেন ক্রিকেটাররা।