ঝড়ো ইনিংস খেলে ৫ হাজারী ক্লাবে বাবর আজম

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

ঝড়ো ইনিংস খেলে ৫ হাজারী ক্লাবে বাবর আজম

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে মদ কোম্পানির লোগো দেয়া জার্সি পরে মাঠে নামায় তুমুল সমালোচিত হয়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম।

তবে এবার যে কীর্তি গড়লেন তা সমালোচনার আগুনে ছাইচাপা দেবে অবশ্যই।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর আজম।

বুধবার রাতে সমারসেটের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ঝড়ের গতিতে সেঞ্চুরি করেছেন বাবর। ৬২ বলে ৯ চার ও ৫ ছক্কার পসরা সাজিয়ে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। ছিলেন অপরাজিত।

এই সেঞ্চুরি যোগ করেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান জমা হয় তার ঝুলিতে। বলতে গেলে ৫ হাজারী ক্লাবে রাজকীয়ভাবে পদার্পন বাবরের।

টি-টোয়েন্টিতে অবশ্য বাবরের আগেই এই মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস গেইল, মার্শ, ফিঞ্চ ও গাপটিল।

তবে দ্রুত সময়ে এই মাইলফলক ছোঁয়ার কীর্তিতে এই দুইজনের পরেই বাবর আজমের অবস্থান।

অস্ট্রেলিয়ার শন মার্শ ১৪৪ ইনিংস খেলে ৫ হাজার রান জমা করেছিলেন। আর ১৩২ ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করে রেকর্ডে সবার ওপরে অবস্থান করছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

৫ হাজার রানের মাইলফলক ছুঁতে বাবর আজম সময় নিয়েছেন ১৫০ ম্যাচে ১৪৫ ইনিংস। সে হিসাবে সবচেয়ে কম সময় নেয়ার রেকর্ডে বাবরের অবস্থান তিনে। চারে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ১৫৯ ইনিংস লেগেছিল তার । ১৬৩ ইনিংসে ৫ হাজার ছুঁয়ে রেকর্ডের পাঁচে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

এদিকে বাবরের এই কীর্তিতে টুইট করেছে ইএসপিএন ক্রিক ইনফো।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ