সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৭৯ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে কারও মৃত্যু ঘটেনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৪৯ জন রোগীর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ১৪ জন। এছাড়া সিলেটের সুনামগঞ্জে ও হবিগঞ্জে একজন করে নতুন রোগী শনাক্ত হলেও এদিন মৌলভীবাজারে জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
এদিকে সুস্থ হওয়া ৭৯ জন রোগীর মধ্যে সর্বাধিক সিলেটে ৫২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজার জেলায় ১৫ ও হবিগঞ্জ জেলায় এদিন ৭ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৫ জন রোগী করোনাকে জয় করেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ২৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৬১৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৯৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৭০৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১০৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৮৫৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি