করোনায় বিএনপি নেতা ড. ইনামের পিতার মৃত্যু

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

করোনায় বিএনপি নেতা ড. ইনামের পিতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হকের পিতা মুজিবুল হক চৌধুরী (৮০)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার ভোর রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমের নামাজের জানাজা আজ বুধবার বাদ জোহর মানিক পীর মাজারে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে সেখানেই তাকে দাফন করা হবে।

গত কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে বাবা মুজিবুল হক চৌধুরী ও তার মা ফাতেমা রওশন আরা চৌধুরীসহ হাসপাতালে ভর্তি হন ড. ইনামুল হক। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার এপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তার বাবা মুজিবুল হক চৌধুরীকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার ভোররাতে তিনি ইন্তেকাল করেন।