কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে করোনা উপসর্গ (শ্বাসকষ্ট ও জ্বর) নিয়ে মঙ্গলবার ভোররাতে ইয়াওর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রহিমপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম ইউনুছ মিয়ার পুত্র। খবর পেয়ে মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ করেছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।