ইকবাল হত্যা মামলার প্রধান দুই আসামীর আত্মসমর্পন; জেল হাজতে প্রেরণের নির্দেশ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ইকবাল হত্যা মামলার প্রধান দুই আসামীর আত্মসমর্পন; জেল হাজতে প্রেরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ::

সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার প্রধান আসামি ইজাজুল (২৮) ও রিমু (২৮) আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার (২০ জুলাই) দুপুরে তারা সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, শ্রমিক নেতা রিপন হত্যার ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় এজহার নামীয় প্রধান আসামি হচ্ছে ইজাজুল ও ২নং আসামি হচ্ছে রিমু। ইজাজুল বরইকান্দিস্থ ১নং রোডের মৃৃত ফরিদের ছেলে ও রিমু একই এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে।

এদিকে রবিবার (১৯ জুলাই) দক্ষিণ সুরমা থানা পুলিশ শ্রমিক নেতা রিপন হত্যা মামলার এজহারভুক্ত আসামি সেবুল হাসানকে (৩৮) মৌলভীবাজারের শ্রীমঙ্গল হানিফ বাস কাউন্টারের সামনে থেকে ঢাকা পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে। সোমবার (২০ জুলাই) পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দিস্থ গাঙ্গু ১নং রোডের লিলু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন। তিনি জানান, ঢাকায় পালিয়ে যাওয়ার সময় পুলিশ রিপন হত্যা মামলার এজহারভুক্ত আসামি সেবুলকে গ্রেফতার করে।

অপরদিকে, শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের আত্মসমর্পণের খবর পেয়ে তাদের ফাঁসির দাবিতে শ্রমিকরা প্রায় ২০ মিনিট জেলা পুলিশের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার পাশাপাশি সড়ক অবরোধ করে রাখে। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সরিয়ে দেয়।

 

https://www.facebook.com/sylnewsbd2017/videos/280522053366533

https://www.facebook.com/sylnewsbd2017/videos/313658486707618