সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার প্রধান আসামি ইজাজুল (২৮) ও রিমু (২৮) আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার (২০ জুলাই) দুপুরে তারা সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, শ্রমিক নেতা রিপন হত্যার ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় এজহার নামীয় প্রধান আসামি হচ্ছে ইজাজুল ও ২নং আসামি হচ্ছে রিমু। ইজাজুল বরইকান্দিস্থ ১নং রোডের মৃৃত ফরিদের ছেলে ও রিমু একই এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে।
এদিকে রবিবার (১৯ জুলাই) দক্ষিণ সুরমা থানা পুলিশ শ্রমিক নেতা রিপন হত্যা মামলার এজহারভুক্ত আসামি সেবুল হাসানকে (৩৮) মৌলভীবাজারের শ্রীমঙ্গল হানিফ বাস কাউন্টারের সামনে থেকে ঢাকা পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে। সোমবার (২০ জুলাই) পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দিস্থ গাঙ্গু ১নং রোডের লিলু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন। তিনি জানান, ঢাকায় পালিয়ে যাওয়ার সময় পুলিশ রিপন হত্যা মামলার এজহারভুক্ত আসামি সেবুলকে গ্রেফতার করে।
অপরদিকে, শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের আত্মসমর্পণের খবর পেয়ে তাদের ফাঁসির দাবিতে শ্রমিকরা প্রায় ২০ মিনিট জেলা পুলিশের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার পাশাপাশি সড়ক অবরোধ করে রাখে। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সরিয়ে দেয়।
https://www.facebook.com/sylnewsbd2017/videos/280522053366533
https://www.facebook.com/sylnewsbd2017/videos/313658486707618
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি