বিশ্বকাপ স্থগিত হওয়ায় হতাশ ক্রিকেটাররা

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

বিশ্বকাপ স্থগিত হওয়ায় হতাশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক :;
মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ স্থগিত হওয়ায় হতাশ বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টাইগারদের হতাশ হওয়ার পেছনে বেশ কারণও আছে।

বিশ্বকাপের আগে স্থগিত হয় এশিয়া কাপ। করোনার কারণেই বাংলাদেশের পাকিস্তান সফর, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, টাইগাদের শ্রীলংকা সফর এবং নিউজিল্যান্ডের বিপক্ষে-দ্বিপাক্ষিক সিরিজও বাতিল হয়।

করোনার কারণেই এ বছর বাংলাদেশের খেলা হচ্ছে না ৮টি টেস্ট এশিয়া কাপ ও বিশ্বকাপ। করোনায় বছর শেষ টাইগাদের। এ বছর আর কোনো খেলা নেই তামিম-মুশফিকদের।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যা একটু আশা ছিল তা ভেস্তে যায় আইসিসির সোমবারের মিটিংয়ে। এ দিন সিদ্ধান্ত হয় বিশ্বকাপ স্থগিতের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়াও আফসোস করে জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকার বলেন, আশায় ছিলাম বিশ্বকাপ খেলতে পারব। করোনা পিছিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপও। সামনে কী হবে জানি না।

জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, এশিয়া কাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হয়ে গেল। ক্যারিয়ার থেকে একটি বছর চলে যাওয়া একজন ক্রিকেটারের জন্য খুবই কষ্টদায়ক। তবুও এ সবে তো কারও হাতে নেই। এখন অপেক্ষায় থাকা ছাড়া আমাদের কিছু করার নেই।