সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
শাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী/মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার বিকাল ৫টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেশরত্ন শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ফলজ ও ভেষজ সহ অন্যান্য বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান,সামাজিক বিজ্ঞান অনুষদের সহ সভাপতি মোঃমামুন শাহ, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সদস্য আশরাফ কামাল আরিফ, সদস্য আব্দুল্লাহ আল রোমান, সদস্য মাজেদুর রহমান, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান,
ছাত্রলীগ নেতা নাজমুল অভি,ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিহাব উদ্দিন আহমেদ, ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সভাপতি সাদ্দাম হোসেন লিখন,সহ সভাপতি সমাজিক বিজ্ঞান অনুষদের আমিরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, ফিজিকাল সাইন্স অনুষদের যুগ্ম আহ্বায়ক আনাস তাসফিক, সমুদ্রবিজ্ঞান বিভাগের সভাপতি সানজিদ চৌধুরী তন্ময়, ফলিত বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ইংরেজি বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র, সজল ভূইয়া,লিমন তালুকদার, আতাহার সানি সহ আরও অন্যান্য নেতাকর্মী।
কর্মসূচি শেষে পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন “দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আমরা শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেছি। পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ লাগান পরিবেশ বাঁচান।”
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি