সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
জুনেদ আহমদ :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপারেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। একই সাথে করোনা শনাক্ত হয়েছে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের শরীরেও। বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। ওসমানী মেডিকেল কলেজ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মেয়র আরিফ এবং প্রকৌশলী নূর আজিজুর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আবাসন খাতের বৃহৎ প্রতিষ্ঠান আমীন মোহাম্মদ গ্রুপের ‘সিলেট নগরীর উন্নয়ন প্রকল্প’ উপস্থাপন এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন। এছাড়াও উপস্থিত ছিলেন, আমীন মোহাম্মদ গ্রুপের পরিচালক ও চিফ মার্কেটিং অফিসার তানভীরুল ইসলাম ও স্থপতি রাকিব, গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ। উক্ত বৈঠকে মানা হয়নি স্বাস্থ্যবিধি। বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন তারা বিপাকে পড়েছেন, আতংকি অবস্থায় সময় পার করছেন। বৈঠকে উপস্থিত থাকা সিসিকের এক কর্মকর্তা জানান, বৈঠকে কোন ধরণের স্বাস্থ্যবিধি মানা হয়নি। একজনে সাথে আরেকজন গা ঘেষে বসেন। অধিকাংশদের মুখে মাস্ক ছিল না। আর যাদের সাথে মাস্ক ছিল তারা অনেকেই মুখে মাস্ক না লাগিয়ে গলায় ঝুলিয়ে রাখেন। তাহলে এমন বৈঠকে আপনি অংশ নিলেন কেন জানতে চাইলে তিনি বলেন, আসলে আমরা যদি বৈঠকে অংশ না নেই তাহলে অনেক কিছু বুঝানো সম্ভব নয়। তবে মেয়র মহোদয় ও প্রধান প্রকৌশলী যখন নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন তাদের উচিত ওইদিন সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকা। কিন্তু তা না মেনে বৈঠকসহ সিসিকের দফতরে বসে কাজ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি