ওসমানীর ল্যাবে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ওসমানীর ল্যাবে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :;

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আর ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৭ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪২৯ টি নমুনা গ্রহণ করে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ারা সকলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ