সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক :
কৃষি বিল নিয়ে ভারতের রাজ্যসভায় তুমুল হট্টগোলের জেরে সোমবার বরখাস্ত করা বিরোধীদলীয় আট এমপি সংসদ অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন।
রোববার বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মুখে পাস হয় বিতর্কিত ওই কৃষি বিল। বিরোধী সাংসদরা রাজ্যসভার ওয়েলে নেমে প্রতিবাদ করতে থাকেন। তখন সভা পরিচালনা করছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তৃণমূল এমপি ডেরেক ডেপুটি চেয়ারম্যানের কাছে গিয়ে কিছু নথিপত্র ছেঁড়ার চেষ্টা করতে থাকেন। যেটিকে কেউ বিলের প্রতিলিপি, আবার কেউ রাজ্যসভার রুল বুক বলছেন।
রাজ্যসভার বাইরে মঙ্গলবার অধিবেশন বয়কটে শামিল হলেন সাসপেন্ড হওয়া আট এমপি। সোমবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ বিরোধীদের পক্ষ থেকে জানিয়ে দেন, এর পর থেকে পুরো অধিবেশন বয়কট করছেন বিরোধীরা।
সেই সঙ্গে সাসপেন্ড আট এমপিকে বয়কটে শামিল হওয়ার আর্জি জানান। মঙ্গলবার সকালে সাসপেন্ড হওয়া এমপিদের অবস্থান কর্মসূচিতে হাজির হন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ।
কিন্তু ফিরতে হলো বিফল হয়েই। চা না খেয়ে আট এমপি ফের জানিয়ে দিলেন, তাদের এই অবস্থান অনির্দিষ্টকালের।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি