বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী আটক

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী আটক

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় পূর্বশত্রুতার জেরে ধরে শামসুজ্জামান নামে এক ব্যক্তি এমাদ আহমদ চৌধুরী নামে এক যুবককে া দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহত এমা আহমদ চৌধুরী বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের মৃত মুক্তিযোদ্ধা টুনু মিয়ার ছেলে। রোববার পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। সে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে। এব্যাপারে আহত যুবকের চাচাতো ভাই আব্দুল হক বড়লেখা থানায় মামলা করেন।
জানা গেছে, শনিবার রাতে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এমাদ আহমদ চৌধুরী পিয়াজী দোকানে চানা-পিয়াজু খাওয়ার সময় হঠাৎ নওয়াগ্রামের শামসুজ্জামান ধারালো া দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে । ায়ের কোপে এমাদের মাথা ও মুখে মারাত্মক জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ার রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আসামী শামসুজ্জামানকে গ্রেফতার করে।
আহত এমাদের ভাই রাহাত আহমদ চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জের ধরে খুন করার উদ্দেশ্যে শামসুজ্জামান এমাদকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে ভর্তি করেন। পরে ওসমানীতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ