শ্রীমঙ্গলে শূন্য দুটি ইউপির নির্বাচন আগামী ২০ অক্টোবর

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

শ্রীমঙ্গলে শূন্য দুটি ইউপির নির্বাচন আগামী ২০ অক্টোবর

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১নং মির্জাপুর ইউনিয়ন থেকে অপুর্ব চন্দ্র দেব ও ২নং ভুনবীর ইউনিয়ন থেকে আব্দুর রশিদ।
গতকাল (২১ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৪ঘঠিকায় আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। ১নং মির্জাপুর ইউনিয়ন থেকে মনোনীত প্রার্থী অপুর্ব চন্দ্র দেব। তিনি পেশায় পল্লী চিকিৎসক,তিনি স্কুল জীবন থেকে এখনো লের কর্মকান্ডের সাথে জড়িত,বর্তমান ১ নং মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাক।
২নং ভুনবীর ইউনিয়ন থেকে মনোনীত প্রার্থী আব্দুর রশিদ তিনি বর্তমান ২নং ভুনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
উল্যেখ্য শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ চেরাগ আলী গত ৩ মে ও ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুফিয়ান চৌধুরী গত ২৪ আগষ্ট ইন্তেকাল করায় উক্ত ইউনিয়ন ুইটির চেয়ারম্যান প শুন্য হয়।
তফশিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে,রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন পত্র যাচাই বাচাই ২৬ সেপ্টেম্বর শনিবার, প্রার্থিতা প্রত্যাহার ৩ অক্টোবর শনিবার এবং ভোট গ্রহণ হবে ২০ অক্টোবর মঙ্গলবার।

এ সংক্রান্ত আরও সংবাদ