১০ দিনের রিমান্ডে সাহেদ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

১০ দিনের রিমান্ডে সাহেদ

সিল-নিউজ-বিডি ডেস্ক :: করোনা চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিার (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতে সাহেদ ও তার সহযোগীদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে সাহেদের প্রতারণার অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি ও র‌্যাবের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজেরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

তবে তার আরেক অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও ৭ দিন মঞ্জুর করেছেন আদালত।

সাহেদ এবং মাসুদের রিমান্ড বাতিল চেয়ে আদালতে জামিন আবেদন করেছিলেন আইনজীবী নাজমুল হাসান। শুনানিতে তা খারিজ হয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ