গোয়াইনঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী ইফতেখার আহমদ হেলালের পক্ষে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

গোয়াইনঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী ইফতেখার আহমদ হেলালের পক্ষে ত্রাণ বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের প্রতিষ্টাতা ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য-এবং সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক নেতা বিশিষ্ট সংগঠক সমাজসেবী ইফতেখার আহমদ হেলালের পক্ষে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি ২ শতাধিক অসহায় পরিবারে যুক্তরাষ্ট্র প্রবাসী ইফতেখার আহমদ হেলালের পক্ষে শুকনো খাবার বিতরণ করেন তার বড় ভাই আশরাফ হোসেন বেলাল।

ইফতেখার আহমদ হেলাল গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সদস্য ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রয়াত মোঃ আব্দুল মতিনের ছোট ছেলে। চাচা জৈন্তাপুর উপজেলার শাহজালাল কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রশিদ।

এ ব্যপারে যুক্তরাষ্ট্র প্রবাসী ইফতেখার আহমদ হেলাল বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারি ও গোয়াইনঘাট উপজেলায় উপুর্যুপরি বন্যায় মানুষ মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন। এমতাবস্থায় পানিবন্দি মানুষের পাশে যতসামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি সরকারের সহায়তার পাশাপাশি পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।

ত্রান বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুমিন আজাদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ