সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌরসভা কোরবানির পশুর হাট পরিদর্শন করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বুধবার (২২ জুলাই) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড করে ও তা আদায় করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পৌরসভা কোরবানির পশুর হাটে মাস্ক ব্যবহার না করায় ৪ টি মামলা করা হয়েছে। এভাবে পশুর হাট মানুষজন চলাফেরা করলে করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির সৃষ্টি হবে। তাই জন সচেতনতা সৃষ্টির জন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া একই দিনে কুলাউড়া পৌরসভার বাদে মনসুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে এবং মেয়াদউত্তীর্ন পন্য সংরক্ষণ করায় ১ জনসহ মোট ৫ টি মামলায় ১২ হাজার ২শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
অপর দিকে মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনা পয়েন্ট, শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড এবং বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় মাস্ক না থাকাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার কারণে ন্ডবিধি ১৮৬০ এর ৪টি মামলায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ১টি মামলায় সর্বমোট ৩ হাজার টাকা অর্থদন্ড প্রান করা হয়েছে৷
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি